প্রকাশিত: Sat, Feb 11, 2023 4:36 PM
আপডেট: Tue, Apr 29, 2025 8:01 PM

সংগঠন গুছিয়ে সরকার পতনের চূড়ান্ত আন্দোলনে নামবে গণতন্ত্র মঞ্চ : মান্না

খালিদ আহমেদ: গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ক্ষমতাসীন আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু ঘটেছে। খুব বেশি দেরি হবে না।  সংগঠন গুছিয়ে সরকার পতনের চূড়ান্ত লক্ষ্য নিয়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করব। শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে পদযাত্রাপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে এ কথা বলেন তিনি।

শেখ হাসিনার অধীনে দেশে আর কোনো নির্বাচন হবে না দাবি করে মান্না বলেন, আমরা সমস্ত দল মিলিয়ে যুগপৎ আন্দোলন, বৃহত্তর আন্দোলনের একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি। আজকের এই কর্মসূচিও সারা দেশজুড়ে পালন করা হচ্ছে। আমরা খুব স্পষ্ট কণ্ঠে বলতে চাই, শেখ হাসিনার ইভিএম মানি না, কোনো জাল-জুয়াচুরি মানি না, ফোরটোয়েন্টি নির্বাচন করতে দেব না। সবার জন্য বলি, শেখ হাসিনার অধীনে এদেশে কোনো নির্বাচন আর হতে পারবে না।

পরবর্তী কর্মসূচি প্রসঙ্গে মান্না বলেন, ‘আজকেই আমরা কর্মসূচি ঘোষণা করছি না। আগামীকাল আমরা সম্মিলিতভাবে কর্মসূচি নিয়ে আলাপ করে পরে ঘোষণা করতে পারব। যেহেতু আগামীকালও আমাদের যুগপৎ আন্দোলনের সহযোগীদের কারও কারও কর্মসূচি আছে।’

বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেস ক্লাবের কাছে গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীরা সমবেত হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা দুপুর সাড়ে ১২টায় পদযাত্রা শুরু করে মতিঝিল শাপলা চত্বরে গিয়ে শেষ করে। বিএনপি ইউনিয়নে ইউনিয়নে এই পদযাত্রা কর্মসূচি পালন করছে। এ ছাড়া এলডিপি এবং অন্যান্য সমমনা দল ও জোট রাজধানীর বিভিন্ন রুটে পদযাত্রা করে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব